আপনার দানে একজন শিক্ষার্থী যদি নেককার আলেম হতে পারে
তাহলে কেয়ামত পর্যন্ত আপনার আমলনামায় ছাওয়াব পৌঁছতে থাকবে

আপনি যেভাবে সদাকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন

📝 মাদরাসার ছাত্রদের জন্য মাসিক ১ বস্তা চাল প্রদান করে

📝 নির্দিষ্ট একজন দরিদ্র/এতিম/মিসকিন শিক্ষার্থীর পূর্ণ/আংশিক মাসিক খরচ প্রদান করে

📝 আপনার মৃত আপনজনদের সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে মাদরাসার মাসিক দাতা সদস্য হয়ে

📝 মাদরাসার লিল্লাহ বোর্ডিং এ মাসিক চাল/ডাল/তেল/মাছ/গোশত ইত্যাদি সামগ্রী প্রদান করে

মাদরাসার সম্মানিত দাতাদের জন্য প্রতিদিন মাদরাসায় বিশেষ দুআর আয়োজন হয়ে থাকে

অনুদান দিয়ে দ্বীনের খেদমতে শরীক হোন

Please enable JavaScript in your browser to complete this form.

অনুদান পাঠানোর নির্দেশনা

📱 বিকাশ পার্সোনাল নম্বর:
01917950423
প্রথমে আপনার বিকাশ অ্যাপে যান → “Send Money” বেছে নিন → উপরোক্ত নম্বরে টাকা পাঠান।
💳 নগদ পার্সোনাল নম্বর:
01917950423
নগদ অ্যাপে “Send Money” তে গিয়ে এই নম্বরে টাকা পাঠান।
🏦 রকেট পার্সোনাল নম্বর:
01917950423
রকেট অ্যাপ বা *322# ডায়াল করে “Send Money” অপশন থেকে টাকা পাঠান।

আপনার প্রদত্ত সদাকা/অনুদান কবুল হোক এবং

আপনার জীবনে বহুগুণ প্রশান্তি ফিরিয়ে আনুক সেই প্রত্যাশা