নুরানী (কিন্ডারগার্টেন) শাখায় শিশুবান্ধব পরিবেশে ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত বাংলা, অংক, ইংরেজী, দুআ-মাসআলা, কায়দা-আমপারা-কুরআনসহ প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।
📞 ভর্তির জন্য যোগাযোগ করুন:
প্রিন্সিপাল: 01917-950423
শিক্ষাপরিচালক: 01717-850203
১ বছরে শিক্ষার্থীকে কায়দা থেকে শুরু করে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তেলাওয়াত শেখানো হয়। বাংলা, অংক, ইংরেজীর পাশাপাশি কুরআনের উপর বিশেষ দক্ষতা অর্জন করানো হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের হিফজ বিভাগে প্রেরণ করা হয়।
মাত্র ২.৫ থেকে ৩ বছরে একজন ছাত্রকে কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করানো হয় আল্লাহর অশেষ দয়ায়। তারবিয়াত ও আখলাক গঠনের দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হয়।
১ম বর্ষে হাফেজে কুরআন বা ৪র্থ শ্রেণী উত্তীর্ণ ছাত্র ভর্তি হতে পারে। ২ বছরে বাংলা, আরবী, ইংরেজী, উর্দূ এবং কম্পিউটার – মোট ৫টি বিষয়ে পারদর্শী করে তোলা হয়।
তালেবুল ইলমরা ৩য় বর্ষ থেকেই বহুভাষায় জ্ঞান অর্জনে সক্ষম হয়। ১ম বর্ষেই এক পারা তরজমাতুল কুরআন শেখানো হয় সহজভাবে। এটি ছাত্রদের নিকট বাস্তব অভিজ্ঞতা।
‘সবার জন্য দ্বীনি শিক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে সাধারণ শিক্ষিত ও শ্রমজীবীদের জন্য ফজরের পর ওয়ান-টু-ওয়ান কুরআন ও দ্বীন শিক্ষার ব্যবস্থা রয়েছে।